বিখ্যাত লেখকেরা লেখার জায়গার ব্যাপারে বেশ খুঁতখুঁতে ছিলেন। নিজের পছন্দের জায়গা ছাড়া তাদের লেখার মুড আসতো না। এর বৈজ্ঞানিক কিছু ব্যখাও আছে। লেখা অনেকটা মানসিক অবস্থার উপরও নির্ভর করে। আপনি হয়তো কবি-সাহিত্যিক নাও হতে পারেন, কিন্তু আপনার নিজের লেখার জন্যও আপনার পছন্দের একটি জায়গা নির্বাচন করুন। যেখানে গিয়ে বসলে আপনার ভালো লাগবে, মানসিক শান্তি আসবে। হতে পারে, সেটি আপনার বাসার বারান্দা। কিংবা নিরিবিলি কোন ঘর। অথবা আপনার বাড়ির কাছেই কোন সবুজ খোলা মাঠ। হাতে একটা খাতা আর কলম নিয়ে চলে যান সেখানে। দেখুন চারপাশ, ভাবুন, অনুভব করুন। লিখুন। হয়তোবা কোন কালজয়ী লেখাও আপনি লিখে ফেলতে পারেন।
লেখার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করুন
বিখ্যাত লেখকেরা লেখার জায়গার ব্যাপারে বেশ খুঁতখুঁতে ছিলেন। নিজের পছন্দের জায়গা ছাড়া তাদের লেখার মুড আসতো না। এর বৈজ্ঞানিক কিছু ব্যখাও আছে। লেখা অনেকটা মানসিক অবস্থার উপরও নির্ভর করে। আপনি হয়তো কবি-সাহিত্যিক নাও হতে পারেন, কিন্তু আপনার নিজের লেখার জন্যও আপনার পছন্দের একটি জায়গা নির্বাচন করুন। যেখানে গিয়ে বসলে আপনার ভালো লাগবে, মানসিক শান্তি আসবে। হতে পারে, সেটি আপনার বাসার বারান্দা। কিংবা নিরিবিলি কোন ঘর। অথবা আপনার বাড়ির কাছেই কোন সবুজ খোলা মাঠ। হাতে একটা খাতা আর কলম নিয়ে চলে যান সেখানে। দেখুন চারপাশ, ভাবুন, অনুভব করুন। লিখুন। হয়তোবা কোন কালজয়ী লেখাও আপনি লিখে ফেলতে পারেন।