ইউটিউবের বর্তমান অবস্থা
সবাই জানেন আমাদের শেয়ার মার্কেটের নষ্টের কারন। হড়ে গড়ে রিকশাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা পর্যন্ত টাকার লোভে শেয়ার ব্যবসায় ডুকছিল কিছু না জেনেই। পরে শেয়ার মার্কেটটা খেয়ে দিয়েছিল।
আর এখন বাংলার আবাল পোলাপাইন শুনছে ইউটিউব থেকে হাগার হাগার ডলার কামানো যার সেই টাকার লোভে আবাল পোলালাইন যারা ঠিক মত ইংরেজি তো দূরে থাক বাংলা লিখতে গেলেও ভুল করে তারা youtube এ চ্যানেল খুলে বসে আছে। শুধু বসে থেকে নেই, এরা কপিরাইট, স্প্যামিং থেকে শুরু করে ১৮+ কন্টেন্ট দিয়ে ইউটিউব এর community guidelines ভেঙে ফেলেছে। ইউটিউবটাকে তারা চটিখানা বানাইয়া ফেলছে।
এরা না বোঝে কোন নিয়ম না কোন কিছু। এই কারনে গুগল সাহেব এখন পুরা মার্কেট খাইয়া দিতাছে। একের পর এক চ্যানেল, এডসেন্স গুম করতাছে আর বাংলার সেইসব লোভী আবাল পোলাপাইন দুর্ভিক্ষের মত হাহাকার করতাছে। তখন তাদের দেখলে আমার এক ধরনের পৈচাশিক আনন্দ লাগে।
গুগলের উচিৎ প্রতিটা চ্যানেল খোলার সময় live camera'y exam নিয়ে তারপর ইউটিউব monitization on করতে দেয়া। তাইলে বাংলার ইউটিউব পবিত্র থাকবে।