ইউটিউব এ গেমিং ভিডিও






কিভাবে ইউটিউব এ গেমিং ভিডিও আপ দিয়ে টাকা কামাইতে পারেন তার গাইড লাইন


কিভাবে আপনারা গেমস নিয়ে কাজ করবেন, কি সফটওয়্যার ব্যবহার করবেন আরও বিভিন্ন টিপস


১ / প্রথমে আপনার একটি হাই কনফিগ এর পিসি লাগবে, কোর আই ৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৮ জিবি হলে আরও ভালো হয়, এবং ২ জিবি গ্রাফিক্স কার্ড , ১ টেরা বাইট হার্ড ডিক্স


২/ প্রয়োজনীয় সফটওয়্যার, আপনার স্কিন রেকর্ড করার জন্য FRAPS অথবা camtasia, power director, bandycam ব্যবহার করতে পারেন, আপনি যদি আপনার নিজের ভিডিও করতে চান তাহলে একটি ভিডিও ক্যামেরা রাখতে পারেন, এবং আপনার সাউন্ড ও আপনি রেকর্ড করতে পারেন তাতে করে আপনার চ্যানেল এর জনপ্রিয়তা অনেক তারা তারি পাবে ভিউ ও পাবেন অনেক আর হা অডিও এডিটিং এর জন্য audio city ব্যাহার করতে পারেন এটি ফ্রি এবং ব্যবহার করতেও অনেক ইজি


৩/ ভিডিও এডিটিং সফটওয়্যার, আপনি বিগিনার হয়ে থাকলে ক্যামটাসিয়া, windows movie maker, ব্যবহার করতে পারেন আর আপনি যদি আপনার গেম এর ফুটেজ কে আরও প্রফেশনাল লুক দিতে চান তাহলে sony vegas pro, adobe premier pro এবং after effects ব্যবহার করতে পারেন ইউটিউব এ টিউটোরিয়াল পাবেন কিভাবে ইডিট করতে হবে ভিডিও


৪/ আপনার সব যখন হাতের মুঠোয় থাকবে এবার আপনার ভাবভার পালা আপনি কি গেমস খেলতে চান? এখন বতর্মানের সাড়া জাগানো গেমস গুলো হলো, fifa, grand theft auto, minectaft, skyrim, এবং lego games আমি এখন ফিফা আর মিনিক্রাফট খেলি ভিউ ও আসে অনেক ভাল,


৫/ যখন আপনার গেম ও সিলেক্ট হয়ে যাবে তখন শুধু আপনার খেলার পালা আর রেকর্ড করার পালা, গেমের রিভিও দেয়ার পালা, এরপর ভালো ভাবে এডিটিং করে ইউটিউবে আপলোড করার পালা, আর আপনারা যারা গেমিং নিয়ে কাজ করবেন তারা ২-৩ জন মিলে করবেন, একজন ভিডিও এডিটিং করবেন আরেক জন অডিও এডিটিং করবেন, আরেকজন ভালো ভাবে ইউটিউব চ্যানেল টাকে অপটিমাইজ করবেন, আর যখন কাজ করবেন তখন একটা শিডিউল করে নিবেন কখন কি কাজ করবেন,


৬ / সব ইতো করলেন এখন বলবেন গেমসতো খেলি কিন্তু ভিউ পাইনা কেন, আমার ভিডিও তে ভিউ আসেনা কেন? এই প্রশ্নের উত্তর হল আপনি আপনার ভিডিও টাকে ওপটিমাইজ করে নিতে হবে, আপনার ভিডিও টা অবশ্যই HD কোয়ালিটির হতে হবে কমপক্ষে 720p আর 1080p হলে আরও ভালো হয় তাহলে আপনার যে ভিওয়ার আছে তারা দেখে ভালো লাগলে আরও অনেক যায়গায় শেয়ার করবে, আর ভিডিও যখন আপলোড দিবেন তখন অবশ্যই ভালো ভাবে টাইটেল, ট্যাগ, ডিস্ক ক্রেপশন ভালো ভাবে দিবেন আর আপনার ভিডিও টা অবশ্যই ফেসবুক, টুইটার, গুগোল প্লাস, পিন্টারেস্ট, ডেইলিমোশোন এ শেয়ার করবেন তাহলে ভালো ভিউ পাবেন, আর যখন আপনার ভয়েজ দিবেন তখন অবশ্যই ইংরেজিতে কথা বলার জন্য ট্রাই করবেন তাহলে মোটামোটি ভাল ই ইনকাম হবে


কিছু টিপস :


আপনি যখন ভিডিও মেক করবেন তখন সেখানে মানুষ দেরকে বিনোদোন দেয়ার জন্য ট্রাই করবেন তাতে করে আপনার চ্যানেল এর পপুলারিটি অনেক বৃধি পাবে
কখোনো ই অন্য মানুষ কে কপি করবেন না, আপনি নিজে করার জন্য ট্রাই করবেন
খুব ভালো এবং HD কোয়ালিটির ভিডিও মেক করবেন তাহলে আপনার ভিউয়ার আপনার পুরো ভিডিও টি দেখবে
আপনার কমেন্ট বক্স এ অনেকে খারাপ মন্তব্য করতে পারে সেটাকে আপনি পজিটিভ ভাবে নিবেন
যখন ভিডিও এডিট করবেন তখন ভিডিও তে intro দেয়ার জন ট্রাই করবেন এটা ও ভিউ ভারাতে অনেক কাজে দিবে
আপনার চ্যানেল এর অন্য ভিডিও এর উপরে আপনার অন্য একটি ভিডিও রাখবেন মানে হল ইন্ডি স্ক্রিন অথবা এ্যানটেনশন ব্যাবহার করবেন তাহলে আপনার ভিউ বাড়বে
আর সর্বশেষ কথা হলো ভিডিও মেক করা কখোন ও বন্ধ করবেন না।

Contact

Talk to us

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Dolores iusto fugit esse soluta quae debitis quibusdam harum voluptatem, maxime, aliquam sequi. Tempora ipsum magni unde velit corporis fuga, necessitatibus blanditiis.

Address:

৪৭/ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮

Work Time:

সোমবার - শুক্রবার থেকে সকাল 9 টা থেকে বিকাল 5 টা

Phone:

+88 019 4145 2627