নিজের ইউটিউব চ্যানেল এর র্যাঙ্কিং বাড়িয়ে তুলবেন কিন্তু বুঝতে পারছেন না কীভাবে ইউটিউব চ্যানেল এসইও (Youtube SEO) করবেন?
তাঁদের জন্যই আমাদের ইউটিউব টিউটোরিয়াল আয়োজন যা ইউটিউব মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । আজ আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের র্যাঙ্কিং যতটুকু সম্ভব বাড়ানো যায় এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ।
১। কি-ওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে গুগল কি-ওয়ার্ড প্ল্যানার এর ব্যবহার করার নিয়ম ( How To use Google Keyword Planner)
ইউটিউব এসইও ( Youtube SEO) করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সঠিকভাবে কি-ওয়ার্ড এর ব্যবহার করতে জানা।
আপনি যদি আপনার ভিডিওগুলোর মাঝে সঠিক ভাবে কি-ওয়ার্ড ব্যবহার না করতে পারেন তবে ,
আপনার চাহিদা মত কখনই র্যাঙ্কিং এর মাঝে আপনার চ্যানেলটিকে প্রবেশ করাতে পারবেন না । চলুন দেখি কি কি বিষয় আমরা কি-ওয়ার্ড প্রদান এর ক্ষেত্রে লক্ষ্য করবো।
এরকম কি-ওয়ার্ড ব্যবহার করুন যেটা কমপক্ষে মাসে ৫০০ বার সার্চ হয় ।
নুন্যতম ৫০০ সার্চ হয় এমন কি-ওয়ার্ড ব্যবহারের ফলে আপনি শুধুমাত্র ইউটিউবের মাঝে থেকেই অটোমেটিক কি পরিমাণ ভিজিটর আশা করতে পারেন ভেবে দেখুন ।
৫০০ সার্চের বেশ কয়েকটি কি-ওয়ার্ড এর ব্যবহার আপনার চ্যানেলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো ভুমিকা রাখবে যা আপনি বাস্তবিক ভাবেই প্রমাণ পাবেন ।
২. আকর্ষণীয়ভাবে আপনার ভিডিও পরিবেশন করার চেষ্টা করুন (Try to make your video awesome):
সবসময় মনে রাখবেন আপনার ভিডিওটি যারা দেখবে তাঁদের রুচি অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে।
এমন কিছু ভিডিও বানাবেন না যা শুধু মাত্র গুটি কয়েক মানুশের ভালোলাগায় পরিণত হয় ।
সঠিক ভাবে আপনার চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে ভালো তথ্য নির্ভর এবং অবশ্যই সৃজনশীল উপায়ে আপনার ভিডিও তৈরি করুন ।
তথ্য নির্ভর কোন ভিডিও বানিয়ে প্রকাশ করতে চাইলে ভিডিওটির মাঝে সকল ধরনের সঠিক তথ্য দ্বারা ভিডিওটি স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করুন ।