Wish & Pray







➢ আমি সেখানে যেতে ইচ্ছা করি
➢ I wish to go there

➢ আমি কামনা করছি তুমি অনেক খুশি এবং আনন্দে থাকো
➢ I want to wish you lots of happiness and joy

➢ শুভ জন্মদিন
➢ Happy birthday to you

➢ আমি তোমার জন্য একটি সুখী ভবিষ্যৎ কামনা করছি
➢ I want to wish you a happy future

➢ আমি কামনা করছি তোমার সকল স্বপ্ন যেন সত্যি হয়
➢ I wish that all of your dreams come true

➢ কামনা করছি তোমার ১৮তম জন্মদিন যেন তাক লাগানো হয়
➢ May you have an amazing 18th birthday

➢ আমি কামনা করছি তুমি যেন এই ধরণীতে সবচেয়ে সুখী মানুষ হও!
➢ I wish you were the happiest person on the planet!

➢ তোমার সব কামনা বাস্তবে পরিণত হোক
➢ May all your wishes come true

➢ আমি কামনা করছি তোমার জন্মদিন এবং প্রতিটা দিন যেন সূর্যের আলোয় (সুখ এবং সমৃদ্ধি) ভরে থাকে
➢ I wish that your birthday and everyday would be filled with sunshine

➢ তোমার জীবন যেন নদীর মতই সতেজ হয়
➢ Let your life be refreshing like a stream

➢ আমি কামনা করছি তুমি সবসময় বিজয়ী হও
➢ I wish you to be a winner

➢ তোমার ভাগ্য, সুখ এবং ভালোবাসা তোমাকে সবসময় চালিত করুক
➢ Let the luck, happiness and love lead you all the time

➢ কোনো সন্দেহ ছাড়াই সুখে থাকো
➢ Be happy without doubts

➢ তোমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো
➢ Enjoy every moment of your life

➢ তোমার জন্মদিন ভালোবাসাময় হোক
➢ Have a lovely birthday

➢ তোমার কাজ এবং ধারণা সফল হোক
➢ May your works and ideas be successful

➢ আমি কামনা করছি  আগামি বছরটা যেন তোমার জন্য অসাধারণ এবং সৌভাগ্যপ্রসূত হয়
➢ I wish you a very special and fateful year ahead

➢ আমি কামনা করি তুমি আরো একশটি জন্মদিন পাও
➢ I wish you to have a hundred of birthdays more

➢ তোমার বিয়েতে অভিনন্দন
➢ Congratulations on your wedding

➢ আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার বিয়েতে এবং কামনা করছি তুমি তোমার নতুন জীবন উপভোগ করো
➢ I congratulate you on the wedding and wish you to enjoy your new life

➢ শুভ বিবাহবার্ষিকী। চিরদিন এমন সবুজ (তরুণ) থাকো
➢ Happy wedding anniversary. Stay forever young

➢ বিয়েতে অভিনন্দন
➢ Congratulations on getting married

➢ তোমার বিয়েতে অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইলো
➢ Congratulations on your wedding and lots of love

➢ আমি কামনা করছি অনেক বছর তোমরা একই সঙ্গে সুখে থাকো
➢ I wish you a lot of happy years together

➢ এই আনন্দঘন ক্ষণে তোমাকে অভিনন্দন
➢ Congratulations on this happy event

➢ চাপ নিও না, নিজের ভালোটা দাও, বাকি সব ভুলে যাও
➢ Don’t stress, do your best, forget the rest

➢ আমার তোমার উপর বিশ্বাস আছে। আমি জানি তুমি পাস করবে। ভাগ্য তোমার প্রসন্ন হোক
➢ I believe in you. I know you’ll pass. Good luck

➢ আমি সবসময় আল্লাহ্‌’র কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার সাথে সবসময় থাকেন
➢ I always pray to God that he will be with you every time

➢ তোমার পরিক্ষা ভালো হোক
➢ Good luck for your exams

➢ ভাগ্য তোমার প্রসন্ন হোক, বন্ধু
➢ Good luck to you, buddy

➢ সবচেয়ে ভালোটা হোক তোমার এই কামনা রইলো
➢ All the best to you

➢ আমি যদি একটা ভালো চাকরি পেতাম! 
➢ I wish I could get a better job!

➢ যদি এটা এতো ঠাণ্ডা না হতো!
➢ I wish it wasn’t so cold!

➢ সবাই চায় তারা যদি বেশি অবসর সময় পেতো!
➢ Everyone wishes they had more free time!

➢ পুরো পৃথিবী যদি স্বর্গের মতো হতো!
➢ I wish the whole world were like heaven!

➢ টম অবশেষে তার ইচ্ছা পূরণ করতে পেরেছে।
➢ Tom finally got his wish

➢ আমি যদি বোস্টনে বাস করতাম!
➢ I wish I lived in Boston!

➢ আমি তোমার সুখ কামনা করছি
➢ I wish you happiness

➢ আমার যদি একটি গাড়ি থাকতো!
➢ I wish I had a car!

➢ আমি যদি রাজপুত্র হতাম!
➢ I wish I were a prince!

➢ আমরা যদি আরো বেশি একান্ত সময় কাটাতে পারতাম!
➢ I wish that we could spend more time together!

➢ তোমার সব কিছুতে শুভ কামনা রইলো
➢ Wishing you well in everything you do

➢ আমি কামনা করছি তোমার সব কিছু ভালোবাসা, শান্তি এবং সুখ দিয়ে ভরে থাকুক
➢ I wish you love, peace, and happiness in everything you do

➢ আমার শুভ কামনা তোমার সাথে সবসময় আছে
➢ My good Wishes are always with you

➢ আল্লাহ্‌, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও
➢ Lord, increase my knowledge

Contact

Talk to us

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Dolores iusto fugit esse soluta quae debitis quibusdam harum voluptatem, maxime, aliquam sequi. Tempora ipsum magni unde velit corporis fuga, necessitatibus blanditiis.

Address:

৪৭/ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮

Work Time:

সোমবার - শুক্রবার থেকে সকাল 9 টা থেকে বিকাল 5 টা

Phone:

+88 019 4145 2627