Advices



➢ তাদের প্রাপ্য মিটাইয়া দাও
Let them have their dues.

➢ অতীতের জন্য শোক কর না
Let bygones be bygones.

➢ তুমি সেখানে গেলেই ভালো হইত
You had better go there

➢ চারদিকে চোখ রেখে চলবে
While going on the street, you should have all your eyes about you

➢ বাবা মায়ের কথা শুনবে
Obey your parents

➢ পড়তে-পড়তে খেল না
Don not play while you are reading

➢ তোমার উপদেশে আমার উপকার হলো
 I profited by your advice

➢ তোমার আরো বেশি ব্যায়াম/অনুশীলন করা উচিত
You should do more exercise

➢ তোমার এত বেশি মদ্যপান করা উচিত না
You shouldn’t drink so much beer

➢ তুমি কেন আরো ব্যায়াম করছো না?
Why don’t you do some more exercise?

➢ পড়তে-পড়তে খেল না
How about doing some more exercise?

➢ আমি বলবো আরো বেশি ব্যায়াম করতে
I would suggest doing more exercise

➢ মোটা হতে শুরু করার আগেই আরো বেশি ব্যায়াম করা তোমার জন্য ভালো হয়
You had better do more exercise before you start getting fat

➢ আমি পরামর্শ দিব একদিন ছুটি নেওয়ার জন্যে
I suggest taking a holiday

➢ আমি তাড়াতাড়ি শুতে যাওয়ার জন্য পরামর্শ দিব
I recommend going to bed earlier

➢ এত বেশি কোক খাওয়া বন্ধ কর
Stop drinking so much coke

➢ আমার পরামর্শ দরকার
I need advice

➢ আমার কথা (পরামর্শ) শুনো
Take my advice

➢ আমার কথা (পরামর্শ) মতো চল
Follow my advice

➢ টমের কথা (পরামর্শ) শুনো
Get Tom's advice

➢ সে তার পরামর্শ অগ্রাহ্য করেছিল
He ignored her advice

➢ আমার একটু পরামর্শ দরকার
I need a little advice

➢ আমার আর পরামর্শের দরকার নেই
I don't need more advice

➢ টম মেরি’র কাছে পরামর্শ চেয়েছিল
Tom asked Mary for advice

➢ আমি টমের কাছ থেকে পরামর্শ নিচ্ছি
I'm getting advice from Tom

➢ তুমি আমাকে কি পরামর্শ দিতে পারবে?
What advice can you give me?

➢ আমরা কেন তাঁর কাছ থেকে পরামর্শ নিচ্ছি না?
Why don't we ask his advice?

➢ আমি তোমার কথা (পরামর্শ) মতো কাজে নিজেকে নিযুক্ত করেছি
I took your advice, and I got myself engaged

➢ তাকে শুধু পরামর্শ দেওয়া হয়েছিল তার সাথে কথা বলার জন্য
The only advice she was given was to talk to him

➢ আমার খুব দাঁত ব্যথা করছে। তুমি কি করতে বলো আমাকে এই মুহূর্তে?
I've got a bad toothache. What do you suggest?

➢ তুমি আমাকে কি করার জন্য বলছো?
What do you advise me to do?

➢ আমার কি করা উচিত?
What should I do?

➢ আমার কি করা উচিত?
What ought I to do?

➢ তোমার পরামর্শ কি?
What's your advice?

➢ তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি কি করতে?
If you were me what would you do?

➢ আমি তোমার জায়গায় হলে ডেন্টিস্ট এর কাছে যেতাম
If I were you, I would go to the dentist

➢ তুমি ডেন্টিস্ট এর কাছে যাচ্ছ না কেন?
Why don't you go to the dentist?

➢ তোমার নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত
You'd better brush your teeth regularly

➢ তোমার মিষ্টি খাওয়া বন্ধ করা উচিত
You ought to/should avoid eating sweets

➢ তুমি যদি আমার কথা (পরামর্শ) শুনো, তাহলে তুমি ডেন্টিস্ট এর কাছে যাবে
If you take my advice, you'll go to the dentist.

➢ নিয়মিত দাঁত ব্রাশ করলে তোমার হয়তো ভালোই হবে।
It might be a good idea to brush your teeth on a regular basis

➢ আমি তোমাকে পরামর্শ দিব নিয়মিত দাঁত ব্রাশ করার জন্য।
I advise you to brush your teeth on a regular basis

➢ তুমি কি কোনো ডেন্টিস্ট’এর কাছে যাওয়ার কথা ভেবেছো?
Have you thought about seeing a dentist?

➢ আমি আসলে পরামর্শ দেয়ার মতো কিছু পাচ্ছি না
I don't know what to advise, I'm afraid

➢ আমি যদি সাহায্য করতে পারতাম!
I wish I could help

➢ আমি সত্যিই তোমাকে সাহায্য করতে পারবো না
I'm afraid I can't really help you

➢ তোমার ডাক্তার এর কাছে যাওয়া উচিত। তিনিই বলে দিবেন তোমার কি করতে হবে
You should go to the doctor; he’ll tell you what to do.

➢ তুমি না হয় এখানে থাকো; আর আমি যাই এবং সাহায্যের সন্ধান করি।
How about you stay here and I go and look for help?

➢ আমি বলবো তুমি সস্তাটাই কিনো
I advise you to buy the cheaper one

➢ আমি সত্যিই এটা (উপকার) মূল্যায়ন করবো
I'd really appreciate it

Contact

Talk to us

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Dolores iusto fugit esse soluta quae debitis quibusdam harum voluptatem, maxime, aliquam sequi. Tempora ipsum magni unde velit corporis fuga, necessitatibus blanditiis.

Address:

৪৭/ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮

Work Time:

সোমবার - শুক্রবার থেকে সকাল 9 টা থেকে বিকাল 5 টা

Phone:

+88 019 4145 2627