Airport Conversations





➢ আমি আমার ফ্লাইট নিশ্চিত করতে চাচ্ছি
I would like to confirm my flight

➢ আমি কি আপনার টিকেট নাম্বারটি পেতে পারি?
Can I get your ticket number?

➢ আপনার সাথে অন্য কেউ ভ্রমন করছেন?
Is anybody else traveling with you?

➢ আপনার টিকেট নিশ্চিত হয়েছে
Your tickets have been confirmed

➢ দয়া করে আপনার ফ্লাইট ছাড়ার ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে আসবেন
Please arrive at the airport 3 hours before your flight departs

➢ আপনি কি এখন আপনার আসন সংরক্ষণ করতে চান?
Would you like to book your seats now?

➢ আপনি কি জানালার পাশের অথবা মধ্যবর্তী পথের সাথের আসন চান?
Would you like a window seat or an aisle seat?

➢ আপনার টিকেট নাম্বার কতো?

What is your ticket number?

➢ আমার জুনের ১৫ তারিখে যাওয়ার কথা। আমি কি এটি পরবর্তী কোনো দিনে স্থানান্তর করতে পারবো?
I am scheduled to depart on June 15th.  Can I change this to a later date?

➢ আমি জানতে চাচ্ছিলাম আগের (নির্দিষ্ট ফ্লাইটের আগের) কোনো ফ্লাইটে যাওয়া যাবে কিনা?
I would like to see if there is an earlier flight available.

➢ আপনি কোন দিনটিতে বিমানে যেতে চাচ্ছেন?
What date would you like to depart?

➢ আপনি কোন দিনটির সাথে পরিবর্তন করতে চাচ্ছেন (বর্তমান ফ্লাইটের দিন)?
What date would you like to change it to?

➢ আপনি কখন যেতে চান?
When do you want to depart?

➢ আমি জুনের ২২ তারিখে যেতে চাই
I would like to leave on June 22nd

➢ আপনি কি একটু দেখবেন জুনের ২২ তারিখে যাওয়া সম্ভব কিনা?
Can you check if June 22nd is possible?

➢ জুনের ২২ তারিখে যাওয়া যাবে?
Is June 22nd available?

➢ দুঃখিত, আমাদের জুনের ২২ তারিখে যাওয়ার জন্য কোনো আসন খালি নেই।
I'm sorry, but we do not have any available seats on the 22nd.

➢ আমি কি আপানাকে ওয়েটিং লিস্টে রাখবো?
Should I put you on the waiting list?

➢ আপনার সাথে কি আজকে অন্য কেউ ভ্রমন করছেন?
Is anybody traveling with you today?

➢ শুধুমাত্র আপনারা দুইজনই আজ ভ্রমন করছেন?
Are just you two traveling today?

➢ আপনি কি কোনো দাহ্য পদার্থ বহন করছেন?
Are you carrying any flammable material?

➢ আপনার সাথে কি নষ্ট হওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য আছে?
Do you have any perishable food items?

➢ আপনি কি আপনার মালামাল প্যাক করার পর আর আয়ত্তে পেয়েছেন?
Did you have possession of your luggage since you packed?

➢ আপনি কি আপনার মালামাল আদৌ এয়ারপোর্টে অরিক্ষিত রেখে কোথাও গিয়েছিলেন?
Did you leave your luggage unattended at all in the airport?

➢ আপনি কতো গুলো লাগেজ (মালামাল) নিয়ে যাচ্ছেন?
How many luggage are you checking in?

➢ আপনি কি আপনার সাথে কিছু রাখবেন (মালামাল)?
Do you have a carry on?

➢ আপনি কি আপনার ব্যাগটি উপরে এখানে রাখতে পারবেন?
Can you place your bag up here?

➢ আপনি আপনার সাথে কতো গুলো ব্যাগ নিচ্ছেন বহন করার জন্য?
How many carry on bags are you taking with you?

➢ আপনি কি জানালা অথবা পথের সাথের আসনে বসতে পছন্দ করবেন?
Do you prefer window or aisle?

➢ আমি কি জরুরি ভিত্তিতে বহির্গমন দরজার কাছাকাছি কোনো আসন পেতে পারি?
Can I have a seat closest to the emergency exit?

➢ কোন গেটের কথা আপনি বলেছিলেন?
Which gate did you say it was?

➢ গেট নাম্বারটা কতো আরেকবার বলবেন?
What was the gate number again?

➢ আপনি আপনার সাথে কতো গুলো ব্যাগ নিচ্ছেন বহন করার জন্য?
Can you point me towards the gate?

➢ আরেকবার একটু বলবেন আমি কিভাবে গেটের কাছে পৌঁছাব?
How do I get to the gate again?

➢ আমি কিভাবে সি২ গেটে যাবো?
How do I get to gate C2?

➢ সি২ গেট কোথায়?
Where is gate C2?

➢ আপনার সাথে কি আপনার পাসপোর্টটি আছে?
Do you have your passports with you?

➢ হাঁ, এইতো
Yes. Here it is

➢ অবশ্যই। এটা এই পথে ওই কোণায়
Sure. It's that way. Around that corner

➢ আমি কি আপনার পাসপোর্টটি দেখতে পারি, দয়া করে?
May I have your passport, please?

➢ আপনি কি সাথে কোনো ব্যাগ নিচ্ছেন?
Are you checking any bags?

➢ অনুগ্রহ করে বলবেন আমেরিকান এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কটা কোথায়?
Excuse me, where is the American Airlines check-in desk?

➢ টার্মিনাল ৪ কোথায়?
Where is terminal 4?

➢ গেট নাম্বার ৩৬ কোথায়?
Where is gate 36?

➢ কতো গুলো ব্যাগ আমি নিতে পারবো?
How many bags can I check?

➢ ফি (কতো খরচ দিতে হবে) কতো?
How much is the fee?

➢ ফ্লাইট কি ঠিক সময়ে হয়েছে?
Is the flight on time?

➢ আপনি কি নিজেই নিজের ব্যাগ গুছিয়েছেন?
Did you pack your bags yourself?

➢ আপনার মালামাল কি পুরো সময় আপনার সাথেই ছিলো?
Has your luggage been in your possession at all times?

➢ সব কাজ শেষ! আপনার বিমান ভ্রমন শুভ হোক
You’re all set! Have a nice flight

➢ মিয়ামিতে যাওয়ার ফ্লাইট ইউনাইটেড এয়ারলাইন্স ৮৮০ এখন যাত্রী উঠাচ্ছে
United Airlines flight 880 to Miami is now boarding

➢ আমরা সকল যাত্রিকে আমন্ত্রন জানাচ্ছি বিমানে উঠার জন্য
We would now like to invite all passengers to board

➢ দয়া করে আপনার বোর্ডিং পাস এবং পরিচয়পত্র সাথে রাখুন বিমানে উঠার সময়
Please have your boarding pass and identification ready for boarding

➢ আমরা আমাদের ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাস যাত্রীদের বিমানে উঠার জন্য আমন্ত্রন জানাচ্ছি
We would like to invite our first-class and business-class passengers to board

➢ আপনি কি চিকেন না পাস্তা খাবেন?
Would you like chicken or pasta?

➢ আমি চিকেন নিবো
I’ll have the chicken

➢ আমি আমার কাঁধের ব্যাগ কেবিনে নিয়ে এসেছি
I am carrying my backpack into the cabin

➢ ওটা হলে খুব ভালো হয়
That will be very nice

➢ আপনার আসন নাম্বার হচ্ছে ৬ডি
Your seat number is 6D

➢ দয়া করে আপনার ল্যাপটপ ও মোবাইল ফোন নিন এবং এই ট্রেতে রাখুন
Please take out your laptops and mobile phone and put it in this tray

➢ দয়া করে আপনাদের হাত উঠান এবং উঠিয়ে রাখুন যখন আমি আপনারদের পর্যবেক্ষণ করবো
Please raise your hands and keep them raised while I inspect you

➢ আপনার সব ঠিক আছে। এখন যেতে পারেন
You’re cleared to go

➢ আপনার মালামালের ওজন বেশি হয়ে গিয়েছে
Your baggage is overweight

➢ আপনার সাথে বহন করা লাগেজটি একটু বেশি বড় হয়ে গিয়েছে
Your carry-on luggage is too large

➢ আপনার ফ্লাইট বিলম্বিত হয়েছে
Your flight is delayed

➢ আপনার ফ্লাইট বাতিল হয়েছে
Your flight has been cancelled

➢ আপনার টিকেটের মেয়াদ অতিক্রান্ত হয়ে গিয়েছে
Your ticket is expired

➢ আপনাকে অবশ্যই সকল ধরনের খাদ্যদ্রব্য এবং পানীয় ফেলে দিতে হবে
You must dump all food or beverages

➢ আপনার পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়েছে
Your passport is expired

➢ আমি কখন গেটের ওখানে থাকবো?
When should I be at the gate?

➢ বিমানে উঠার গেটটি কোথায়?
Where is the boarding gate?

➢ ওয়াশরুমটি (হাত-মুখ ধোয়ার স্থান) কোথায়?
Where is the washroom?

➢ আমি কি জানালার পাশে আসন পেতে পারি?
Can I get a window seat?

➢ এখানে কোথাও খাওয়ার জায়গা আছে?
Is there somewhere to eat?

➢ আমি কি গেটের ওখানে কফি খেতে পারবো?
Can I get a coffee at the gate?

➢ আমি ট্যাক্সি পেতে পারি কোথায়?
Where can I find a taxi?

➢ বহির্গমন গেটটি কোন দিকে?
Where is the departure gate?

➢ আগমন গেটটি কোথায়?
Where is the arrival gate?

➢ ইউনাইটেড এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কটি কোথায়?
Where is the check-in desk for united airlines?

➢ কিছু মনে না করলে আমি একটা উপকারের জন্য অনুরোধ করতে পারি?
If you don't mind may I ask a favor?

➢ বহির্গমন গেটটি কোন দিকে?
Where is the departure gate?

➢ আগমন গেটটি কোথায়?
Where is the arrival gate?

➢ ইউনাইটেড এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কটি কোথায়?
Where is the check-in desk for united airlines?

➢ কিছু মনে না করলে আমি একটা উপকারের জন্য অনুরোধ করতে পারি?
If you don't mind may I ask a favor?

Contact

Talk to us

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Dolores iusto fugit esse soluta quae debitis quibusdam harum voluptatem, maxime, aliquam sequi. Tempora ipsum magni unde velit corporis fuga, necessitatibus blanditiis.

Address:

৪৭/ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮

Work Time:

সোমবার - শুক্রবার থেকে সকাল 9 টা থেকে বিকাল 5 টা

Phone:

+88 019 4145 2627