শুরু করার আগে আপনাকে বুঝতে হবে আপনি এর জন্য পুরোপুরি প্রস্তুত কিনা / যে বিষয় গুলো আপনাকে রপ্ত করতে
হবে, সহজ বোঝার জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দিলামঃ
১। প্রবল ধৈর্য ধারন করার ক্ষমতা থাকতে হবে, না হলে অনেকের মত শুরুতেই ব্যর্থ হতে হবে ।
2। যেহেতু বেশিরভাগ সময়েই বিদেশি ক্লাইন্ট এর কাজ করতে হবে তাই ; আপনাকে অবশই যোগাযোগের জন্য
ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে। অবশ্যই লেখা এবং কথা বলা দুটোতেই ।
৩ । কাজ করার সাথে প্রতিনিয়ত নতুন কিছু শেখার প্রবল মানসিকতা থাকতে হবে, যে বিষয় নিয়ে কাজ করবেন ঐ
বিষয়ে নতুন যা কিছু আপডেট আসবে আপনাকে সবই রপ্ত করতে হবে। নয়ত না শেখার মানসিকতা কোন এক
সময় আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাড়াবে ।
৪। শুধু ইংলিশতে ভাল দক্ষতা থাকলেই হবে না ভাল কজের সাথে সাথে তুখোড় কমিউনিকেশন দক্ষতা প্রয়োজন
হবে। শুধু এর কারনেই অনেকে কাজ করে শ্বাস ফেলার সময়টুকু পান না আর অনেকে ভাল কাজ জানলেও কাজ
পান না / ক্লাইন্ট ধরে রাখতে পারেন না ।
৫। বাস্তবতা উপলব্ধি করুন, ফ্রিল্যান্সিং মানেই পরিশ্রম ছারাই লাখ লাখ টাকা এই ধারনা পরিহার করতে হবে।
৬। শুরুর আগেই ভেবে নিন কতটুকু সময় দিতে পারবেন, তাই পর্যাপ্ত সময় না থাকলে আপাতত কাজ শুরু না
করাই ভাল। আপাতত যা সময়পান তা টুকিটাকি শেখার কাজে লাগান ।
৭। ভাল ভাবে কাজ শিখতে আপনাকে মিনিমাম 2-3 বছর হাতে নিয়ে শুরু করতে হবে, হয়ত এর মধ্যে আপনি
টুকি-টাকি কাজ ও করতে পারবেন অবশ্যই তা আপনার শেখার গতির উপর নির্ভর করবে সময় হলে আপনি
নিজেই বুঝতে পারবেন আপনি ছোট-খাট কাজের জন্য প্রস্তুত কিনা।