এটার কারন তেমন জটিল কিছু নয়। আমাদের দেশে যেমন অনেকেই ট্রেড লাইসেন্স, অফিস, কোম্পানীর লিগাল
জিনিসপত্র ছাড়াই ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করে পরে কাগজপত্র অফিস সেটাপ এবং অন্যান্য লিগাল কাজ গুলো সেরে
নেয় বিদেশে এটা তেমন নয় । ওদের ট্রেন্ড হচ্ছে যেকোন ব্যবসা করার আগে তারা তাদের আইডিয়ার ফিজিবিলিটি স্টাডি
করে খরচ হিসাব করে এবং সেই পরিমান ফান্ড ইনভেস্টরদের সাথে যোগাযোগ করে ইনভেস্ট করে । তাদের টার্গেট থাকে
এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকে । ছোট কোন কিছু করতে গেলেও তাদের অনেক খরচ করতে হয় আর প্রোগ্রামিং অথবা
যেকোন ফিল্যান্স কাজের পারিশ্রমিক তাদের দেশে অনেক বেশি। দেখা গেলো কোন একটি সফটওয়্যার কোম্পানীতে
একজন ওয়েব ডেভলপার এর মাসিক বেতন বিশ হাজার ডলার যেখানে আমাদের দেশে হয়তো বিশ থেকে চল্লিশ হাজার।
টাকা মাত্র ।তাই. বিদেশী অধিকাংশ কোম্পানী দেয়ার মতো সল্প পারিশ্রমিক
এতো টাকা কোন ডেভলপারকে বেতন পরিবর্তে আমাদের
দয়া দেশগুলোকে কাজ গুলো আউটসোর্স করে দেয়। এই ধরনের কাজ গুলো অনেকে ওয়েবসাইটের মাধ্যেমে আউটসোর্স
করে অনেকে তাদের কোন পার্টনারকে দ্বারা আউটসোর্স করায়