ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজীর প্রয়োজনীয়তা




ইংরেজী ভাষা ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন তা করি কোন বৃহৎ আলোচনা না চলে যারা
কেন নিয়ে বোধ করলেও ।
মার্কেটপ্লেসে ইতিমধ্যে কাজ করছেন তারা সহসাই , শুধুমাত্র ভালভাবে বোঝার কারণে
টের পাচ্ছেনইংরেজী না তাদেরকে
কত নিত্য নতুন সমস্যার সমাধীন হতে হচ্ছে, উদ্যেশ্য হল। যাই হোকএই লেখার মূল আমাদের প্রাণপ্রিয় ফ্রিল্যান্সার
ভাইবোনদের জগত এবং এর সাথে ইংরেজী কথা শেয়ার করা , আপনাদের
ভাষার সপৃক্ততা নিয়ে কিছু । আশা করি। উপকারে আসবে ।

ধরুন, আপনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার বা এস ই ও এক্সপার্ট বা যেকোন কাজে অনেক পারদর্শিতার দাবি রাখেন ।
কিন্তু কোন কারণে আপনার ইংরেজীর অবস্থা সন্তোষজনক নয় । ফলে লক্ষ্য করা যায় যে, আপনি হয়তো আপনার কাজের
মুল্যমান ঘন্টায় ১০ ডলার বা বেশি দাবি
হিসাবে তার চেয়ে পাবার । ইংরেজী কমিউনিকেশনে অতটা
রাখেন অথচ শুধুমাত্র
ভাল না হওয়ার কারণে আপনার কাজের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না ।
এর পেছনে আপনার ক্লায়েন্ট কি ইচ্ছা করে আপনাকে বেশি মূল্য দিচ্ছে না বলে আপনার মনে হয় । আপনি অবশ্যই
বলবেন, এখানে আপনার নিজেরই কিছুটা গ্যাপ রয়েছে । যারা সফল অথবা সফল হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। ।
যাচেছন সবার একই মতামত হওয়ার কথা ।
আর যার৷ হিসাবে এই জগতে পদার্পণ করছেন তারা তো কাজ শুরু করার আগেই কাজের স্হা হারিয়ে ফেলার মত নতুন
অবস্থা। মার্কেটপ্লেসে নিজের প্রোফাইল তৈরি করা থেকে শুরু করে ক্লায়েন্ট বা বায়ারদের সাথে স্বার্থকভাবে যোগাযোগ
রক্ষা করতে পারলে তবেই তো আপনি জয়ী ।
ভাল কাজ পারেন তাহলে ইংরেজীতে একটু দুর্বল হলে কিইই বা সমস্যা । চলুন দেখি

# প্ৰথম কথা হন, আপনার প্রোফাইল হল । আপনার নিজের একটি পরিচয় । এটিকে মাঝে মাঝে আপডেট না করতে
পারলে আপনার ভ্যালু কমে যাবে । এটা জগত সংসারের চিরাচরিত নিয়ম । তাই, একে আমরা অগ্রাহ্য করতে পারি। না । তা করা যে নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল ।

# বায়ার ;আবার যখন আপনাকে কোন ইন্টারভিউ এর জন্য নক করছে তখন হয়তো আপনি কাউকে খুঁজছেন যে
আপনার ইন্টারভিউটা দিয়ে দিবে । এটা কি এতই সহজ।

# অন্যরকম কিছু ফ্রিল্যান্সার আছেন করে থাকেন আমি রেগুলার কি সমস্যা । কাজ তো
যারা মনে তো কাজ পাই, তবে

আমরা পাই, কিন্তু গুনগত মান বজায় না রাখার কারণে আমরা যে ঠকেই যাচ্ছি সবসময় ।
এটাকে কি ঠকা বলবেন নাকি হার।
সুতরাং দেখা ইংরেজী কমিউনিকেশন
যায়, এর ব্যাপারটাই অতীব জরুরী। তাহলে, এ ব্যাপারে কিভাবে আমরা
করে তুলতে পারি? আমরা মনে করি ইংরেজী অনেক কঠিন ভাষা, তাই এটা শেখার আগ্রহ পাই না।
অথচ চিন্তা করি না, যাকে আমার পেলে জীবনটা অনেক স্বার্থক ও সুন্দর হতে পারে তাকে যেকোনো মুল্যে পেতে হবে।
একটি জলপাই দেখে আপনার খেতে ইচ্ছে হল, কিন্তু অতি টক হওয়ায় খেলেন না। কিন্তু যদি একটু লবণ মিশিয়ে খেতেন
তবে হয়তো টক ভাবতা কেটে যেত আর আপনার খাওয়ার আশাও পুরণ হত।
অর্থাৎ কোন কিছু পেতে হলে আপনার আগ্রহ এবং তাকে সহজে পাওয়ার উপায়গুলো খুঁজুন, না পেলে যে জানে তার।
শরণাপন্ন হন। জয়ী আপনি হবেনই হবেন
চলুন জানার প্রয়াস চালাই কিভাবে আমরা ইংরেজী কমিউনিকেশনে নিজেদের একটা অবস্থান করতে
পারি। কমিউনিকেশন এর জন্য রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পোকেন সবগুলো বিষয়ই জড়িত। তন্মধ্যে বেশি প্রয়োজন।
সন্তোষজনক নিশ্চিত
হল ভারবাল (লিসেনিং এবং স্পোকেন), তারপর আসে রিডিং এবং রাইটিং
আমাদের জানতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের ইংরেজী কমিউনিকেশন লেভেলকে বাড়াতে পারে

# প্রথমেই আমাদের ইংরেজী বর্ণমালার সঠিক উচ্চারণ জানতে হবে। আমরা মনে করি, A B C D এগুলো তো আমরা
পারিকিন্তু দেখুন 'W' কে ওরা উচ্চারণ করছে ‘ডাবল ইউ" অথচ আমরা জানি ‘ডবিণবুও' যা কিনা এখনো বাংলাদেশের,
বইগুলোতে পাওয়া যেতে পারে । এখন কোন বায়ার যদি "W" কে উচ্চারণ করেন তাহলে আমরা হয়তো শুনাবো তিনি
বলছেন "UU' ।আবার যদি কোন আমেরিকান বায়ার পাবেন দেখবেন উনি 'Z' কে 'G' এর মতো উচ্চারণ করছেন ।
এরকম আরও অনেক ব্যাতিক্রম পাবেন শুধু বর্ণমালাতেই


# ইংরেজী বর্ণমালার উপর ভাল দখল নিশ্চিত করে আপনাকে অবশ্যই বাক্য গঠনের দিকে মনোনিবেশ করতে হবে। এ
ব্যাপারে নিচের সূত্রটি অনুসরণ করতে পারেন। এতে করে যেকোনো বাক্য আপনি অবলীলায় বাংলা পেকে ইংরেজীতে
অনুবাদ করে ফেলতে পারবেন।
WHO WHAT WHERE WHEN HOW WHY
ধরুন আপনি জানতে চাচ্ছেন, 'আমি ফ্রীলেন্সিং জগতে আমার জীবন শুরু করার নিমিত্তে গত শনিবার সকাল ৮ টায় ৰবানে
করে যশোরের কেশবপুর হতে ঢাকার গাবতলিতে এসে পৌছেছি।
দেখে মনে হচ্ছে কত না কঠিন।


Now it!!try !!!!!!


WHO-I (আমি)
WHAT- Have arrived (এসে পৌছেছি)
WHERE- at Gabtoli of Dhaka from Keshobpur of Jessore (যশোরের কেশবপুর হতে ঢাকার
গাবতলিতে)
WHEN- at 8 a.m. in last Saturday (গত শনিবার সকাল ৪ টায়)
HOW- by bus (বাসে করে)
WHY- to start my life as a freelancer (ফ্ৰীলেন্সিং জগতে আমার জীবন শুরু করার নিমিত্তে) ।
উপরের বিষয়টি যদি বোধগম্য হয়ে থাকে তাহলে সুন্দরভাবে সাজানোর ব্যাপারটি আপনি নিজেই পারবেন। এট হল ।
আপনার বাড়ির ভিত ।
আপনি এখন সঠিক উচ্চারণ বুঝতে পারেন, বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ বাড়ি বানানোর জন্য প্রাথমিক কাজ হয়ে
গেছে। এখন আপনি সুন্দর রঙ, দামি পাথর, দামি সিমেন্ট ব্যবহার করবেন। এগুলো হল:

# Simple, Complex, Compound sentence (এগুলো একটি প্যরাগ্রাফ লেখার সময় আপনার তৈরি করা
বাক্যের মধ্যে বৈচিত্র নিয়ে আসবে।)

# Passive voice (যখন কর্তার চেয়ে কর্ম মুখ্য ভূমিকা পালন করে তখন । কর্মকে গুরুত্ব প্রদানের নিমিত্তে একে কতার
সাথে স্থানান্তর করতে হয়। এই কাজটি করে Passive Voice)

# Conditionals (If.......will/ can/ could/ might. এগুলো বাক্যের শোভাবর্ধনে সহায়তা করে থাকে । ।

# Modals Auxiliaries (এগুলো ছাড়া বাক্য গঠন যেন চোখেই পরে না। এটা ভালভাবে জানার জন্য আপনাৱা
PAN Method' ব্যবহার করতে পারি, যেখানে
P for:
Permission (may etc.),
Possibility (Can, could, will be able to, Would be able to. Imay, and might),
Prohibited (must not);
A for:Ability (Can, could, be able to),
Advice (should, ought to, had better);
N for:
Necessity (Have to, have got to, must)

# TRANSITIONS আপনার দখল সহজেই আপনি আপনার পাঠক কনভারসেশন পার্টনার এর মন
Transition এ ভাল থাকলে খুব অথবা
জয় করতে পারেন। লেখা ।
এটার ব্যবহার করতে পারাটা হল আপনার বা বলার দক্ষতা অন্যদের চেয়ে অনেক উন্নত ।
আসুন তাহলে জেনে নেই Transition , এটা ব্যবহারের উপকারিতা কি এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় ।কি।

Contact

Talk to us

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Dolores iusto fugit esse soluta quae debitis quibusdam harum voluptatem, maxime, aliquam sequi. Tempora ipsum magni unde velit corporis fuga, necessitatibus blanditiis.

Address:

৪৭/ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮

Work Time:

সোমবার - শুক্রবার থেকে সকাল 9 টা থেকে বিকাল 5 টা

Phone:

+88 019 4145 2627