নিজের অবস্থানকে শক্তভাবে প্রকাশ করুন





যেকোনো কাজেই নিজের অবস্থানকে শক্ত করতে না পারলে কখনই ভাল ফলাফল আশা করা
ক্ষেত্রে অনেক বেশি বাস্তবিক। নিজের অবস্থানকে ক্লায়েন্টের নিকট মজবুত করে তোলা অনেক সময়
সালোক্ষ অনেকের কাছেই তবে কিছু কিছু ব্যাপার ফলো করলে আপনি খুব সহজেই আপনার অবস্থানকে ক্লায়েন্টের নিকট
মজবুত করে ফেলতে পারবেন। যেমন: ক্লায়েন্টের কথায় প্রাধান্য দিন।
ইন্টারনেটে অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যারা ফ্রিল্যাসিং সার্ভিস দেয় যাদেরকে বলা হয় ফ্রিল্যান্স
মাকেটপ্লেস। থেকে যেকোন একটিতে
এগুলো রেজিস্ট্রিশনের মাধ্যমে আপনি শুরু করতে পারেন ।এসব ওয়েবসাইটে যারা
কাজ জমা বলা
দেয় তাদেরকে হয় Buyer বা । Client এবং যারাএই কাজগুলো সম্পন্ন করে তাদেরকে বলা হয়।
Provider বা Coder. একটি কাজের জন্যঅসংখ্য কোডাররা Bid বা আবেদন করে এবং ওই কাজটি কত টাকায়
সম্পন্ন করতেপারবে তা উল্যেখ করে। এদের মধ্য থেকে ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে নির্বাচনকরতে পারে। সাধারণত পূর্ব
কাজের অভিজ্ঞতাটাকার পরিমাণ এবং বিড করার সময় কোডারের মন্তব্য কোডার নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভমি
পালনকরে থাকে। কোডার নির্বাচন করার পর ক্লায়েন্ট কাজের সম্পূর্ণ টাকা ওনসাইট গুলোতে জমা করে দেয়। এর মাধ্যমে।
কাজ শেষ হবার পর সাথে সাথে টাকা পাবার নিশ্চয়তা থাকে। পুরো সার্ভিসের জন্য কোডারকে কাজের একটা নির্দিষ্ট অংশ
ওইসাইটকে ফি বা কমিশন হিসেবে দিতে হয়। এই পরিমাণ ওয়েবসাইট এবং সার্ভিস ভেদে ভিন্ন ভিন্ন (১০% থেকে
১৫%)। কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে:
WWW.RentACode.com
রেন্ট-এ-কোডার এ প্রায় দুই লক্ষ কোডার রেজিষ্ট্রেশন করেছে। এই সাইটে প্রতিদিনই প্রায় ২৫০০ কাজ
এর উপর
পাওয়া যায়। সাইটের সার্ভিস চার্জ বা কমিশন হচ্ছে প্রতিটি কাজের মোট টাকার ১৫% যা কাজ সম্পন্ন হবার পর
কোডারকে পরিশোধ করতে হয়। প্রতিবেদনটি রেন্ট-এ-কোডার ভিত্তি করে তবে
এই মূলত সাইটকে লেখা হয়েছে। মূল
ধারনা প্রতিটি সাইটের ক্ষেত্রেই প্রায় একই।
www.GetAFreelancer.com
এই সাইটে মোট কোডার বা প্রোভাইডারের সংখ্যা হচ্ছে প্রায় সাত লক্ষ। এই সাইটেও প্রায় ২৫০০ এর উপর কাজ
প্রতিদিন পাওয়া যায়। সাইটির সার্ভিস চার্জ হচ্ছে প্রতিটি কাজের মোট টাকার ১০% । তবে গোল্ড মেম্বারদের জন্য কোন
সার্ভিস চার্জ নেই । গোল্ড মেম্বার হতে প্রতি মাসে আপনাকে মাসে ১২% ডলার পরিশোধ করতে হবে। নতুন ইউজারদের ।
জন্য এই সাইটে ট্রায়াল প্রোজেক্ট নামে একটি বিশেষ ধরনের কাজ পাওয়া যায় যাতে শুধুমাত্র নতুন কোডারাই বিড করতে
পারবে। ফলে প্রথম কাজ পেতে আপনাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।
WWWJoomlancers.com
এই সাইটে শুধুমাত্র Joomla এর কাজ পাওয়া যায় । Joomla হচ্ছে একটি ওপেনসোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
যারা Joomla তে পারদর্শী তারা এই সাইটে বিড করে দেখতে পারেন। এখানে প্রায় ৫৫০০ ফ্রিল্যান্সার রেজিষ্ট্রেশন
করেছে আর প্রতিদিন প্রায় ১৫০ টি কাজ পাওয়া যায়। এই সাইটে কমিশন হিসেবে প্রতিটি কাজের ১০% টাকা কোডারকে
পরিশোধ করতে হবে। এই সাইটেও আপনি গোল্ড মেম্বার হতে পারবেন। গোল্ড মেম্বার হতে হলে আপনাকে প্রতি মাসে।
ডলার প্রদান করতে হবে।
www.oDesk.com
এক সাইটের উপরে সাইট গুলো থেকে সম্পূর্ণ আলাদা। এখানে প্রোভাইডার কে ঘন্টা
ফিচার উল্লেখিত
করা হয়। ক্লায়েন্ট আপনাকে সম্পূর্ণ প্রজেক্টের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য (কয়েক সপ্তাহ বা কয়েক
হিসেবে কাজের মাস এর জন্য) নিয়োগ করতে পারে । রেজিষ্ট্রেশন করার সমষ প্রাতিঘন্টায় আপনার কাজের মূল উল্লেখ করে
কাজ শেষে আপনি যত ঘন্টাকাজ করেছেন ঠিক ততটুক পরিমাণ টাকা ক্লায়েন্ট আপনাকে প্রদান করবে । কাজ করার মূহত
আপনার ব্যয়কৃত সময় নির্ধারণ করার জন্য আপনাকে একটি সফটওয়্যার চালু বাখতে হবে, যা একটি নিদিষ্ট সময় পরপর
কিনা
আপনার ডেস্কটপের ক্রিসশট এবং অন্যান্য তথ্য ক্লায়েন্টের কাছে পাঠাবে। ফলে ওই সময় আপনি কাজ করছেন
ক্লায়েন্ট সহজেই নির্ধারণ করতে পারবে। তবে অন্য সাইটগুলোর মত এখানেও অনেক কাজ পাওয়া যায় যেখানে
প্রজেক্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। এই সাইটে প্রতি কাজের জন্য ১০০ টাক কমিশন হিসেবে
প্রদান করতে হয়। যেহেতু বেশির ভাগ কাজ ঘন্টা হিসেবে প্রদান করা হয় তাই অন্য সাইট গুলোর তুলনায় এই
থেকে অনেক বেশি পরিমাণে আয় করা সম্ভব।

Contact

Talk to us

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Dolores iusto fugit esse soluta quae debitis quibusdam harum voluptatem, maxime, aliquam sequi. Tempora ipsum magni unde velit corporis fuga, necessitatibus blanditiis.

Address:

৪৭/ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮

Work Time:

সোমবার - শুক্রবার থেকে সকাল 9 টা থেকে বিকাল 5 টা

Phone:

+88 019 4145 2627