উত্তরঃ মূলত চাকুরী পাওয়ার ক্ষেত্রে যেমন বিভিন্ন প্রিপারেশন নিতে হয় ফ্রিল্যাসিং টা ও আমার কাছে তা ই ) দেখা গেলো।
একজন ব্যক্তি প্রফেশনাল ফিন্ডে সরাসরি কাজ করছেন কিন্তু তিনি চেষ্টা করেও ফ্রিল্যান্স কাজ করতে পারছেন না। এক্ষেত্রে
উল্লেখ্য যোগ্য বিষয় হচ্ছে ইন্টারনেট অভ্যস্ততা । আপনাকে অবশ্যই আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপ যে ধরনের মেশিনে
কাজ করবেন সেটাতে ৷0 ঘন্টা অনায়াসে কাজ করার মানসিকতা এবং অভ্যস্ততা গড়ে তুলতে হবে
আপনি যদি ঠিক করে থাকেন আপনি ফ্রিল্যান্সিং করবেন কিন্তু কোন সেক্টরে কাজ করবেন জানেন না তবে আপনাকে
কমপক্ষে এক থেকে দুই বছর পরে ফ্রিল্যাসিং শুরু করতে হবে। এই সময়ের মধ্যে কোন যাকেটপ্লেসে কাজের জন্য
আবেদন করতে যাবেন না ভুলেও । অবশ্যই যেই সেক্টরটি পছন্দ করবেন সেটাতে নিজেকে দক্ষ করে গড়ে তুলে তবেই
কাজের জন্য আবেদন করবেন । দক্ষ না হয়ে আবেদন করা মানে আপনার মূল্যবান সময় নষ্ট করা
সঠিক তথ্য দিয়ে নিজের প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। পূবের কাজ বিবরন এবং স্ক্রীনশট খুব সুন্দর করে সাজিয়ে
প্রোফাইলে এড করতে হবে সর্বনিন্ম পাচ থেকে দশটি। যদি আপনি নতুন হয়ে থাকেন তবে প্রাকটিস প্রোজেক্ট গুলোSে
দিতে পারেন। তবে কাজগুলো অবশ্যই ভালো মানের হতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট দিয়ে অইভি
ভেরিফাই করে নিন। ঘন্টা চুক্তিতে হায়ার হওয়ার চেষ্টা করুন বেশি বেশি, কারন যত বেশি ঘন্টা আপনার স্বাষাইলে যুক্ত
হবে আপনার প্রোফাইলটি ততো বেশি দৃষ্টি আকর্ষিত হবে।