বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যাসিং । যদিও আমাদের
দেশে এখনও এ বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণ রূপে পরিবর্তন।
করতে সক্ষম হয়েছেন। আর আই ব্যাপারে দেশের বিভিন্ন পত্র পত্রিকায় অনেক লেখা লিখিও হয়েছে এবং আরও হচ্ছে।
বিভিন্ন সংগঠন এবং জাতীয় পর্যায়ে অনেক সনদ, পুরস্কার ও প্রদান করা হয়েছে অনেক সফল ফ্রিল্যান্সার দের । পড়ালেখ
শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়েনিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার । ফ্রিল্যাসিং হচ্ছে মান্তি
বিলিয়নডলারের একটা বিশাল বাজার । উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। আমাদেৰ
পার্শবর্তী দেশ ভারত এবং পাকিস্তান সেই সুযোগটিকে খুবই ভালভাবে কাজে লাগিয়েছে। আমরাও যদি ফ্রিল্যাসিং এ
বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্তর।
এখন আসি ফ্রিল্যাসিং কি? ফ্রিল্যাসিং হচ্ছে...গতানুগতিক চাকুরীর বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতা ।
ইন্টারনেটের কল্যানে এখন আপনি খুব সহজেই একজন ফ্রিল্যান্সার হিসেবে আত্মপকাশ করতে পারেন। এখানে একদিকে
যেরকম রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতাতেমনি রয়েছে বিভিন্ন ধরনের কাজ বাছাই করার স্বাধীনতা
আয়ের দিক থেকেও অনলাইন ফ্রিল্যাসিং এ রয়েছে অভাবনীয় সম্ভাবনা। এখানে প্রতি মূহুর্তে নতুন নতুন কাজ আসছে।
• ওয়েব ডেভলপমেন্ট প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন গেম
• 3D এনিমেশন
• অ্যাপস ডেভেলপমেন্ট
• প্রোজেক্ট ম্যানেজমেন্ট
• সফটওয়্যার বাগটেস্টিং
• অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, লিগ্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারনেট মার্কেটিং
• আর্টিকেল রাইটিং
• ডাটা এড়ি
• এডমিন সাপোর্ট
• সফটওয়্যার ডেভলপমেন্ট
• কাস্টমার সাপোর্ট ইত্যাদি
এর যেকোন এক বা একাধিক ক্ষেত্রে আপনি সফল ভাবে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করে নিতে পারেন।
তবে প্রথম দিকে আপনাকে একটু ধর্য এবং কয়েকটি বিষয় মাথায় রেখে নিজেকে প্রস্তুত করে নিতে হবে।